Connect with us

Highlights

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে মৃত্যু ৪

Published

on

রাজধানীর মিরপুরে ভবনের গ্যাসলাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭ জনের মধ্যে আরও তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে মা-ছেলে রয়েছেন। কয়েক দিন ধরেই গ্যাসের লাইনে পানি ঢুকে চাপ কমে যায়। নিজ উদ্যোগে বারবার ত্রুটি ঠিক করেন এলাকাবাসী। এবারও এভাবেই পাইপলাইন সারাতে গিয়েই বিস্ফোরণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মধ্যরাতে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউর পাশের নির্জন করিডরে সুইডেন প্রবাসী বোনকে ভিডিও কলে মা-ভাইয়ের মৃত্যুর খবর জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন রফিক। বিদেশের মাটিতে বসে মায়ের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তার বোনও।

অন্যদিকে আয়শা বেগমের আহাজারিতে ভারী শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউর পাশের করিডোর। স্বামী সুমনের মৃত্যুতে দুই মেয়েকে নিয়ে অসহায় আয়শার চোখেমুখে এখন অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। রাজধানীর মিরপুরে গ্যাসলাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ বাকিরাও শঙ্কামুক্ত নন।

পরিবারটির ওপর অগ্নিকাণ্ডের এত বড় আঘাত যেন মানতে পারছেন না বাকি সদস্যরা। এদিকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে তাদের। তারা বলছেন, এত বড় একটা হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে রয়েছে মাত্র একজন নার্স ও একজন ওয়ার্ড বয়। রোগী ভর্তি হওয়ার পর কোনো ডাক্তারকে সেখানে দেখেনি তারা।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, যেহেতু অধিকাংশ রোগীর দগ্ধের পরিমাণ পার্সেন্টিজ হিসেবে বেশি এবং একই সঙ্গে শ্বাসনালিও পুড়ে গেছে এ জন্য আমরা সবাইকে আশঙ্কাজনকই বলছি।

স্থানীয়রা জানান, এলাকায় গ্যাসলাইনের সমস্যা নতুন নয়। পাশের বিহারি ক্যাম্পের অবৈধ গ্যাস সংযোগ অনেকটাই ওপেন সিক্রেট।

বাড়ির মালিক জানান, বুধবার রাত ১১টার দিকে মিস্ত্রি আসে গ্যাস সংযোগ মেরামতের জন্য। কাজ শেষে গ্যাসের লিকেজ আছে কি না তা দেখতে দেশলাই দিয়ে আগুন জ্বালালেই বিস্ফোরণ হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *