মুন্সীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শীমলিয়া ইউনিয়নের জমি দখলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র দুই পক্ষে ঘোলা গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার টঙ্গিবাড়ী উপজেলায় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহরাব হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসক ডা. মামুন জানান সে শঙ্কামুক্ত রয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর মিয়া ও যুবলীগ কর্মী মেহেদী হাসানের নেতৃত্বে কিছু লোক শনিবার রাতে আলদী গ্রামের হারেজ মিয়ার জমি দখল করেন। রোববার সকালে তারা ওই জমিতে গেলে গ্রামের যুবক সোহরাব হোসেন বাধা দেন। এ সময় মেহেদী ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেনকে গুলি করে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।