Connect with us

খেলাধুলা

যুবাদের বিশ্বকাপের টিকিট ৩০০ থেকে ২০টাকা

Published

on

Under-19-World-Cক্রীড়া ডেস্ক: আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। যুবাদের এই বৃহৎ আসর এবার বাংলাদেশের পাঁচটি শহরের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই খেলার টিকেটের মূল্য রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। আর একজন দর্শক সর্বোচ্চ ৫টি টিকেট কিনতে পারবেন। টিকিটের সর্বোচ্চ মূল্য, ৩০০ টাকা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকাটিকেট কাউন্টারঃ মিরপুর ইনডোর স্টেডিয়ামটিকেট প্রাপ্তির সময়ঃ ২৭ জানুয়ারিগ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকাভিআইপি স্ট্যান্ড: ১৫০ টাকাশহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ১০০ টাকাউত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৪০ টাকাপূর্ব স্ট্যান্ড: ২০ টাকা

ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জটিকেট কাউন্টারঃ যুব উন্নয়ন অধিদফতর, জালকুড়ি, ফুতুল্লাটিকেট প্রাপ্তির সময়ঃ ২৭ জানুয়ারিগ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকাইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট): ১৫০ টাকাক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট: ১০০ টাকাওয়েস্টার্ন গ্যালারি: ৮০ টাকাইস্টার্ন গ্যালারি: ২০ টাকা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামটিকেট কাউন্টারঃ বাইতেক মোড়, সিটি কর্পোরেশন অফিসের পাশে, সাগরিকা মোড়।টিকেট প্রাপ্তির সময়ঃ ২৬ জানুয়ারিগ্র্যান্ড স্ট্যান্ড: ২০০ টাকারুফটপ হসপিটালিটি স্ট্যান্ড: ২০০ টাকাইন্টারন্যাশনাল স্ট্যান্ড: ১০০ টাকাক্লাব হাউজ নর্থ/সাউথ: ৫০ টাকাওয়েস্টার্ন স্ট্যান্ড: ৫০ টাকাইস্টার্ন স্ট্যান্ড: ৩০ টাকা

এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রামটিকেট কাউন্টারঃ আলমাস সিনেমা হল, দামপাড়া।টিকেট প্রাপ্তির সময়ঃ ২৬ জানুয়ারিভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকারুফটপ: ১০০ টাকাইন্টারন্যাশনাল স্ট্যান্ড নর্থ/সাউথ স্ট্যান্ড: ৭৫ টাকাক্লাব হাউজ নর্থ/সাউথ: ৫০ টাকাসাধারণ গ্যালারি: ২০ টাকা

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেটটিকেট কাউন্টারঃ লাকাতুরা, বিমানবন্দর রোড।টিকেট প্রাপ্তির সময়ঃ ২৭ জানুয়ারিগ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট/ওয়েস্ট: ২০০ টাকাক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট: ১০০ টাকাগ্রিন হল এরিয়া: ৩০ টাকাওয়েস্টার্ন গ্যালারি: ৩০ টাকাইস্টার্ন স্ট্যান্ড: ৩০ টাকা

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেটটিকেট কাউন্টারঃ স্টেডিয়াম মার্কেট কাউন্টার দরগাহ এন্ড।টিকেট প্রাপ্তির সময়ঃ ২৭ জানুয়ারিক্রিকেট প্যাভিলিয়ন: ৫০ টাকাসাধারণ গ্যালারি: ৫০ টাকাসাধারণ গ্যালারি: ২০ টাকা

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *