Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

Published

on

Lakshmipur picরুবেল হোসেন, লক্ষ্মীপুর: ‘আমরা রুখবো জঙ্গিবাদ, আমরা তাড়াবো সন্ত্রাসবাদ’ এ শ্লোগানে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইন্সট্রাক্টর (গণিত) এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ। বক্তব্য রাখেন, চীফ ইন্সট্রাক্টর (বিল্ডিং) মোঃ মোর্শেদ আহমদ, ইন্সট্রাক্টর (ইলেক) মোহাম্মদ সিকান্দার, ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মোঃ ওমর ফারুক।
সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
এরআগে সকাল ৯টার দিকে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্র্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক আবদুল গফুরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লক্ষ্মীপুর জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন।
এছাড়াও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রামগতি আহমদিয়া কলেজ, কমলনগরের হাজিরহাট মিল্লাত একাডেমী, হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় এবং রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গি বিরোধী সভা-সমাবেশ করে। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *