Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরে ডিপ্লোমা কোর্স চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Published

on

  রুবেল হোসেন,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক হুমায়ারা বেগমের কাছে স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমুল হাসান, মো.আনোয়ার হোসেন ও শাহনাজ আক্তার সীমা প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে সরকার দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ওই কোর্সে ৬ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে।
হঠাৎ একটি কুচক্রীমহল ও প্রাইভেট পলিটেকনিক ব্যবসায়ীদের একটি অংশ টেকনিক্যাল স্কুল ও কলেজ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে সরকারের অনুমতি নেই এমন অপ-প্রচারণা চালিয়ে তা বন্ধ করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধনের মাধ্যমে কোর্সটি চালু রাখার দাবীতে প্রধানমন্ত্রী শেখহাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *