Connect with us

খেলাধুলা

শীর্ষে রিয়াল, পরেই ম্যানইউ

Published

on

স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে গেল মৌসুমের অভিজ্ঞতাটা খুব বেশি সুখকর ছিল না ম্যানইউয়ের। ঘরোয়া লিগ কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বনেদি আসর কোনখানেই সফল ছিল না রেড ডেভিলরা। কিন্তু তারপরও বিশ্বের বাঘাবাঘা সব ক্লাবকে পেছনে ফেলে ২০১৩-১৪ মৌসুমে ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারি ক্লাব ইপিএলের দলটি। গেল মৌসুমে ৫১৮ মিলিয়ন পাউন্ড আয় হয়েছে ওল্ড ট্রাফোর্ডের জায়ান্টদের। প্রথম স্থানটি অবশ্য স্পেনের রিয়াল মাদ্রিদের জন্যই বাধা। ৫৪৯.৫ মিলিয়ন পাউন্ড আয় করে বিশ্বের শীর্ষ ধনী ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের ক্লাবই। নিজেদের তিন নম্বর স্থানে অনড় আছে জার্মানির বায়ার্ন মিউনিখও। এ বৎসরে ৪৮৭.৫ মিলিয়ন আয় হয়েছে বাভারিয়ান খ্যাত ক্লাবটির। ট্রফি খরায় ভোগা বার্সেলোনা অবশ্য কিছুটা পিছিয়ে গেছে। ৪৮৪.৬ মিলিয়ন আয় করে দ্বিতীয় স্থান থেকে দুই ধাপ নেমে চতুর্থ স্থানে নেমে গেছে লিওনেল মেসি-নেইমারদের ক্লাব। বৃহস্পতিবার ডেলোয়েট ফুটবল মানি লিগের করা তালিকার শীর্ষ দশ ক্লাব-

১. রিয়াল মাদ্রিদ- স্পেন (৫৪৯.৫)

২. ম্যানইউ- ইংল্যান্ড (৫১৮)

৩. বায়ার্ন মিউনিখ- জার্মানি (৪৮৭.৫)

৪. বার্সেলোনা- স্পেন (৪৮৪.৬)

৫. প্যারিস সেন্ট জার্মেইন- ফ্রান্স (৪৭৪.২)

৬. ম্যানসিটি- ইংল্যান্ড (৪১৪.৪)

৭. চেলসি- ইংল্যান্ড (৩৮৭.৯)

৮. আর্সেনাল- ইংল্যান্ড (৩৫৯.৩)

৯. লিভারপুল- ইংল্যান্ড (৩০৫.৯)

১০. জুভেন্টাস- ইতালি (২৭৯.৪)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *