Connect with us

জাতীয়

সাত নেতার নেতৃত্বে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি

Published

on

Bnpস্টাফ রিপোর্টার:
বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বিএনপি জ্যেষ্ঠ সাত নেতাকে দায়িত্ব দিয়ে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিএনপির দপ্তরের দায়িত্বে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কয়েকটি টিম দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানি, বসতবাড়ি, গবাদি পশু, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে উপদ্রুত জেলাগুলো পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করবে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে বগুড়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল নোমানকে জামালপুর, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ, ডা. এ জেড এম জাহিদ হোসেনকে গাইবান্ধা, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুকে টাঙ্গাইল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে কুড়িগ্রাম এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে লালমনিরহাট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *