Connecting You with the Truth

সিআইএ’র সহায়তায় হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করে মোসাদ

5d5fdada4c8348a28ddae012ec82e995_18আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সহায়তায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান কমান্ডার ইমাম মুগনিয়াকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র দৈনিক ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ২০০৮ সালের ১২ ফেব্র“য়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইমাদ মুগনিয়াকে হত্যা করে। তবে এ কাজে সহায়তা করেছিল সিআইএ। হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার জন্য মোসাদ সিরিয়ার রাজধানী দামেস্কে একটি পার্ক করা জিপ গাড়ির অতিরিক্ত টায়ারে পাতা বোমা রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। সে সময় ইমাদ মুগনিয়া ওই গাড়ির কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমেরিকার একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার তথ্য মতে- অভিযানের আগে মুগনিয়ার গতিবিধি চিহ্নিত করে সিআইএ এবং ওই বোমা বানানোর বিষয়েও মোসাদকে সহায়তা করে তারা। মার্কিন ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, মুগনিয়াকে হত্যার অভিযানে আমরিকা বাধা দিতে পারত কিন্তু তারা তা করে নি বরং অভিযানের আগে নর্থ ক্যারোলাইনার একটি সিআইএ স্থাপনায় আমেরিকা ওই বোমা কয়েকবার পরীক্ষা করেছিল। তিনি জানান, অভিযান সঠিকভাবে সফল হওয়ার বিষয়টি নিশ্চিত হতে সম্ভবত ২৫ বার বোমার পরীক্ষা চালানো হয়। সবশেষে মার্কিন অ্যাটর্নি জেনারেল, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিচার বিভাগ তা অনুমোদন করে।

 

Comments
Loading...