Connect with us

আন্তর্জাতিক

কানাডায় সন্ত্রাস বিরোধী নতুন আইন:  ক্ষমতা বাড়লো গোয়েন্দা সংস্থার

Published

on

c8eff3645dbe176721c9a2168ada5aba_XLআন্তর্জাতিক ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার সন্ত্রাসবিরোধী নতুন আইন প্রণয়ন করেছেন এবং এ আইনে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। নতুন আইন শুক্রবার ঘোষণা করা হয়েছে এবং এতে সন্ত্রাসী তৎপরতায় জড়িত সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা অভিযোগে এক সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। নতুন এ আইনে সন্ত্রাসী হামলার হুমকি দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সুনির্দিষ্ট ভাবে হুমকি দেয়া না হলেও তাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা এবং তার ওপর নজর রাখার জন্য কানাডার নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা সিএসআইএসকে নতুন আইনে বাড়তি ক্ষমতা দেয়া হয়েছে। এ ছাড়া, সন্ত্রাসী তৎপরতায় জড়িত হওয়ার লক্ষ্যে বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাকে প্রতিহত করার জন্য বিমানের ফ্লাইট বা রিজার্ভেশন বাতিলের ক্ষমতাও গোয়েন্দা সংস্থাগুলোকে দেয়া হয়েছে। কানাডার ওয়েব সাইট থেকে সন্ত্রাস-সংক্রান্ত বস্তু সরিয়ে নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। হার্পার দাবি করেছেন, সন্ত্রাসীরা কানাডার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদের প্রতিহত করার জন্য নতুন আইনের প্রয়োজন রয়েছে। সংসদের অনুমোদন ছাড়া এ আইন কার্যকর হবে না কিন্তু সংসদে হার্পারের নেতৃত্বাধীন রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তা অনুমোদিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, বিরোধী দলীয় নেতা টম মুলকেয়ারসহ অনেকেই এ আইনের সমালোচনা করেছেন এবং এর অপপ্রয়োগের আশংকা ব্যক্ত করেছেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *