Connect with us

জাতীয়

স্বাধীনতা বিরোধী শক্তিরা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে-রংপুরে আইজি

Published

on


রংপুর অফিস:
বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহিদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কিছুটা নিষ্ক্রিয়তা এবং দুর্বলতার কারণে এখানে মুক্তিযুদ্ধ বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তা না হলে তারা এত শক্তিশালী হতে পারে না। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা জনগণকে কি ভাবে মারছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।’

রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোলবোমা হামলায় ছয়জনকে পুড়িয়ে মারার দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে শুক্রবার এসব কথা বলেন তিনি। সকাল ১১টায় র‌্যাবের একটি হেলিকপ্টারে শঠিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে মিঠাপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন শহীদুল হক।

আইজিপি বলেন, ‘গাইবান্ধার পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও রংপুরের মিঠাপুকুরকে সন্ত্রাসী জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় স্বাধীনতা বিরোধীরা। তবে তাদের সে আশা পূরণ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব নৈরাজ্য দমন করা হবে।’ এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘২০১৩ সালের মত একটি গোষ্ঠী দেশে আবারো অন্যায় যুদ্ধ শুরু করেছে। উন্নয়নের ধারা বন্ধ করতে তারা তৎপর হয়ে উঠেছে।’ এর আগে, আগুনে দগ্ধ হয়ে নিহত রহিম বাদশা ও তার মা রহিমা বেগমের পরিবারকে নগদ ৫০ হাজার ও আহতদের ১০ হাজার করে টাকা অনুদান দেন তারা। এ সময় জেলা প্রশাসক ফরিদ আহমদ, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, ডিআইজি হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মিঠাপুকুর কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম , জায়গীরহাট কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার প্রমুখ তাদের সঙ্গে ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *