Connect with us

ঠাকুরগাঁও

হরিপুরে বেতন ভাতা বন্ধের প্রতিবাদে কলেজ তালাবদ্ধ

Published

on

SAMSUNG CAMERA PICTURESআনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: এমপি দবিরুলের সাথে রাজনৈতিক বিবাদ থাকায় ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী কেবি ডিগ্রী কলেজের সহবারী অধ্যাপক ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল এর চলতি মাসের বেতন বিল পাশ হতে দেননি এমপি দবিরুল।
ঠাকুরগাঁও-২ আসনের এমপি জেলা আ’লীগের সভাপতি দবিরুল ইসলাম তার নিজ নির্বাচনী এলাকার হিন্দু স¤প্রদায়ের জায়গা জমি জবর দখলের ঘটনা ঘটিয়ে দেশের গণমাধ্যমে আলোচনার শীর্ষে আসে। আলোচনার ঝড় উঠে সর্বত্রই। এ ঘায়ের দাগ শুকাতে না শুকাতে এবার তিনি তার সাথে রাজনৈতিক মত পার্থক্য সৃষ্টি হওয়ায় এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি তার দলের সাধারণ সম্পাদক কেবি কলেজের সহকারী অধ্যপক জিয়াউল হাসানের বেতন বন্দ করে দিয়েছেন তার মনোনীত কলেজ কমিটির সভাপতি এ্যাড:সোহরাবের মাধ্যমে। এবং এ বেতন বিল বন্দের প্রতিবাদে রোববার আ’লীগের নেতাকর্মীরা কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটক তালাবদ্ব করে শিক্ষকদের অবরুদ্ব করে রাখে। বেতনভাতা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার ঘোষনা দেন বিক্ষুদ্ধকারীরা। এবং সে সময় তারা এমপি দবিরুল ইসলাম ও কলেজ সভাপতি এ্যাড: সোহরাব হোসেনের বিরুদ্বে বিভিন্ন সেøাগানে কলেজ ক্যাম্পাস মুখরিত করে তোলে। হরিপুর ইউএনও মোস্তাফিজুর রহমান আইনি প্রক্রিয়ায় সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ রিপোট লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *