Connect with us

দিনাজপুর

হিলিতে বিপুল পরিমাণে ভারতীয় চিনি, জিরা ও লবণ উদ্ধার; শাড়ী জব্দ

Published

on

Aziz.jpg (1)লুৎফর রহমান, হাকিমপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিভিন্ন দোকান ঘরে সাড়াশী অভিযান চালিয়ে ভারতীয় চিনি, জিরা ও লবণ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর দেড় টায় জয়পুরহাট ৩ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অফিসার মেজর এম আশরাফ আলী অভিযান চালিয়ে ২২৩০ কেজি চিনি, ৫৭৭৫ কেজি বিট লবণ, ৩৫০ কেজি জিরা উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৬১ লক্ষ ৩ হাজার টাকা বলে জানান তিনি।
এর আগে শনিবার ভোর রাতে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হিলির চুরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত উন্নত মানের শাড়ী জব্দ করে। পরবর্তীতে বিজিবি শাড়ীগুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে জব্দ করে ও সিজার লিষ্টের মাধ্যমে জব্দকৃত শাড়ী হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *