Connect with us

দেশজুড়ে

৩১ডিসেম্বর রবিবার আশুগঞ্জে হরতাল

Published

on

বাবুল শিকদার আশুগঞ্জ: আশুগঞ্জে আগামী ৩১ ডিসেম্বর আশুগঞ্জসহ এর আশপাশ এলাকায় সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহবান জানিয়েছেন জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠন। রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে জাগ্রত আশুগঞ্জবাসীর চুক্তিভঙ্গের অভিযোগে এ হরতাল ডাকা হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আশুগঞ্জ রেলস্টেশনেরর্ জাগ্রত আশুগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সভায় বক্তারা বলেন, গত ২৮ জুলাই রেলমন্ত্রীর সাথে জাগ্রত আশুগঞ্জবাসীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী জাগ্রত আশুগঞ্জবাসীর সকল দাবি মেনে নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সভায় রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার তিনজন সংসদ সদস্য, রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক সহ ২৩ জন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় দেড় মাসের মধ্যে পর্যায়ক্রমে জাগ্রত আশুগঞ্জবাসীর সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করবেন বলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে মন্ত্রী তার দেয়া কথা ভুলে গিয়ে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করেন। অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে ডি গ্রেড থেকে বি গ্রেডে পুনঃবহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেনের স্টপিজ না দেয়া হলে ৩১ ডিসেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুগঞ্জে সর্বাত্মক হরতাল, রেলপথ ও নৌপথ অবরোধ থাকবে।
বিক্ষোভ সভায় সংগঠনটির আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ঈসা খান, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক আলী চৌধুরী, আশুগঞ্জ সারকারখানা সিবিএ এর সভাপতি মো. বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী, চরচারতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, মো. মিজানুর রহমান সিদ্দিকী, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহীন শিকদার, যুবলীগ নেতা আতাউর রহমান কবির, মোশারফ মুন্সি, যুবলীগ যুগ্ম আহবায়ক ইলিয়াছ, ছাত্রলীগ নেতা তানভির প্রমুখ। এছাড়াও আশুগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাগ্রত আশুগঞ্জবাসীর দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *