Connecting You with the Truth

বাঘা শিশু একাডেমীর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Bagha P-15-01-16

সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা শিশু একাডেমীর ২৫ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম। বাঘা শিশু একাডেমীর শিল্পীদের সমবিত কন্ঠে একটি দেশত্ববোধক গানের মাধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশু একাডেমীর সদস্য ড. আব্দুস সালাম লাভলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মী তাহমিনা খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন, শিশু একাডেমীর সঙ্গীত পরিচালক শ্রী প্রভাস চন্দ্র দাস, রাজশাহী বেতারের সঙ্গীত শিল্পী শ্যামল কুমার দাস ও পাঞ্জাতন, মোস্তাক আহম্মেদ মিস্টারসহ একাডেমীর সকল শিল্পী ও স্থানীয় অতিথি বৃন্দ।

Comments
Loading...