Connect with us

ঢাকা

কামরাঙ্গীরচরে জিপিএ-৫ প্রাপ্ত পিইসি ও জেএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

Published

on

GMS-2

কামরাঙ্গীরচরে জিপিএ-৫ প্রাপ্ত পিইসি ও জেএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

বিশেষ প্রতিবেদক: পরিবেশবাদী সংগঠন গ্রীন মাইন্ড সোসাইটি, সেতুবন্ধন কামরাঙ্গীরচর এবং হালিমা হাবিব লাইব্রেরীর যৌথ উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরের থানাধীন শিক্ষা-প্রতিষ্ঠানের ২০১৫ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ টায় কামরাঙ্গীরচরের নয়াগাঁও হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেতুবন্ধন কামরাঙ্গীরচর এর সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির সাবেক পরিচালক অধ্যাপক কামাল আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রীন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নূরে আলম, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল মাদবর, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহিম, সেতুবন্ধন কামরাঙ্গীরচর এর সাধারন সম্পাদক কে.এ মজনু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানার অন্তরগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য সন্মাননা প্রদান করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *