Connecting You with the Truth

শৈলকুপায় দুগ্রুপ্রের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

Jhenidah Injure man dead pic--12-08-15ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামে গরুতে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির সংঘর্ষে আহত আব্দুল ওহাব মারা গেছে। মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর শহরের ভিতরেই সে মারা যায়। শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, শৈলকুপার বড়মৌকুড়ী গ্রামের জালাল উদ্দিনের গরুতে মিজানুর রহমানের মাঠের ধানক্ষেত খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটিকাটি হয়। এক পর্যায়ে ঢাল, ভেলা, লাঠি-সোঠ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আব্দুল ওহাবসহ অন্তত ১২ জন আহত হয়। আব্দুল ওহাবকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটে। এরপর মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে তার এ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
Loading...