Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশ্চর্য সাইকেল! রাখবে ফিট, জামাকাপড়ও করবে পরিষ্কার

exercise-bike-5-600x400

অনলাইন ডেস্ক: বিভিন্ন ধরনের এক্সারসাইজ মেশিন ও সাইকেল আছে। কিন্তু এমন সাইকেল কি দেখেছেন, যা আপনাকে একদিকে ফিট রাখবে, অন্যদিকে আপনার জামাকাপড়ও পরিষ্কার করবে। হ্যাঁ, এমনই ‘এক ঢিলে দুই পাখি মারা’র সাইকেল তৈরি হয়েছে। ‘বিওয়া’ নামে বাইক-ওয়াশিং মেশিন তৈরি করেছেন চীনের এক ছাত্র। চীনের ডালিয়ান ন্যাশনালিটিজ ইউনিভার্সিটির ছাত্র এমন একটি সাইকেল তৈরি করেছেন যার প্যাডেলে চাপ দিলেই তা ড্রামে বদলে যায় এবং মনিটরের জন্য বিদ্যুত্ তৈরি করে সরবরাহ করে।exercise-bike-4-600x400এই বিদ্যুত্ শক্তিকে মজুত করে ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা যায়।

exercise-bike-2যত জোরে প্যাডেল করা হবে তত বেশি জোরে ড্রামটি ঘুরবে এবং কাপড় পরিষ্কার করবে।

Leave A Reply

Your email address will not be published.