রাজবাড়িতে ৫৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ মে ২০১৬ ইং তারিখ ২১০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ১নং দৌলতদিয়া ইউনিয়ন এর ০৫নং ওয়ার্ডস্থ মনোরমা সিনেমা হলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২২১০ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম তারেক খান(২২), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ-মৃত জামাল খান, সাং- দৌলতদিয়া যদো ফকির পাড়া, থানাঃ- গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী তার পরিহিত লুুঙ্গির পিছনের পাশের কোমরে গোঁজা অবস্থায় ০২টি ছোট গাঢ় নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৫৬৫ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, ডান হাত হতে একটি কালো রংয়ের কভারযুক্ত মাঝে কমলা রংয়ের নকিয়া মোবাইল সেট, যার মডেল ১০৩ (যাতে একটি বাংলালিংক সিমকার্ড সংযুক্ত) এবং কোমরের ডান পাশে গোঁজা অবস্থায় মাদক বিক্রীত সর্বমোট ২৯২৫/- টাকা নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রীয়াধীন।