Connecting You with the Truth

iPhone ব্যবহারকারীদের থেকে Android ব্যবহারকারীরা বেশি সৎ ও মানবিক: গবেষণা

iphone - vs-androidঅনলাইন ডেস্ক: ”একজন আইফোন ব্যবহারকারীর তুলনায় অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক বেশি সৎ ও মানবিক” – বলছে একটি সাম্প্রতিক গবেষণা। গবেষণাতে দেখা গিয়েছে, একজন মহিলা অ্যানড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোন ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করেন। এই সমীক্ষার মাধ্যমে বিভিন্ন স্মার্টফোন ও আইফোন ব্যবহারকারীর মধ্যে ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গির যে ফারাক থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কোন ব্যবহারকারী কেমন স্মার্টফোন ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করছে, সেই ব্যবহারকারী ব্যক্তির ব্যক্তিত্ব।
দুধরনের ব্যবহারকারীর ওপর বিশেষ দুটি সমীক্ষা চালানো হয়েছিল। প্রথম সমীক্ষায় ২৪০ জন ব্যবহারকারী যাঁরা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের ওপর সমীক্ষা চালানো হয়। দ্বিতীয় একটি সমীক্ষা চালানো হয়, যেখানে অ্যানড্রয়েড এবং আইফোন দুধরনের ব্যবহারকারীর ওপরই সমীক্ষা চালানো হয়।
দুটি সমীক্ষা থেকেই দেখা যায় অ্যানড্রয়েড ব্যবহারকারীরা অনেক বেশি সৎ, মুক্ত মনস্ক, মানবিক। তুলনায় আইফোন ব্যবহারকারীরা অনেক বেশি অহঙ্কারী, স্বার্থপর। একজন আইফোনের মালিক মনে করেন, তিনি অনেক বেশি বড়লোক, উচ্চবিত্ত। সমীক্ষা বলছে এধরনের মানসিকতা খুব বেশি দেখা যায় মহিলা ব্যবহারকারীদের মধ্যেই।

Comments
Loading...