Connecting You with the Truth

কুমিল্লায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুইজন নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই খেয়াপারের জন্য ঘাটে অপেক্ষমাণ ছিলেন।

মৃতরা হলেন- নালাদক্ষিণ গ্রামের মতি হাজির দুই মেয়ে জাকিয়া ও রোকেয়া। জাকিয়া বিবাহিত ও রোকেয়া অনার্স পড়ুয়া শিক্ষার্থী। অন্যজন দাউদপুর গ্রামের রায়হানুল ইসলামের ছেলে রাশেদ মিয়া।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.