Connecting You with the Truth

জিবীকার তাগিদে বই এর পরিবর্তে শিশু জাকারিয়ার কোমল হাতে অটো ভ্যানের হ্যান্ডেল

DSC00685মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ জিবীকার তাগিদে বই এর পরিবর্তে শিশু জাকারিয়ার কোমল হাতে তুলে নিয়েছে অটোভ্যানের হান্ডেল। শিশু শ্রম আইনে নিষেধাক্কা থাকলে ও সেটা কলকার খানার মালিকরা কিছুটা বাস্ত বায়নের চেষ্ঠা করে।কিন্ত পরিবারের ∂ুধা নিবারণের জন্য যে সব শিশুরা বিদ্যালয়ে না গিয়ে হাঁড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের খবর কে রাখে। এমন টাই ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধিন গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রামের ছলেমান মোল−ার ছেলে শিশু জাকারিয়া(০৯) এর। গতকাল সোমবার সকালে উপজেলার দিগনগর বাজার অটো ষ্টান থেকে যাএীনিয়ে উপজেলা সদরে যাওযার সময় আমাদের এ প্রতিবেদক তাঁর এ ছবিটি ক্যামেরাবন্ধী করেন। ছলেমান নিজে ও একজন নছিমন চালক,৬ছেলে ও ৩মেয়ে সব মিলে পরিবারের সদস্য সংখ্যা ১১জন।এদের সকলের খরচ মেটাতে হিমশিম ∂েতে হয় ছলেমানকে। সে জন্য ছেলেদের বাধ্য হয়ে এ কাজ করতে হয়। বড় ছেলে রাসেল (১৫),নবম শ্রেনীতে পড়ে সে ও মাঝে মধ্যে ভ্যান চালায়, ইয়াছিন(১৩), মুছা (১২), ইছা (১১), জাকারিয়া (৯) এবং ইয়াকুব (৭) ২বছর পর ইয়াকুব এর ভাগ্যে কি জুটবে কে জানে। কারন ইয়াকুব ছাড়া সকলেই ভ্যান চালায়।
সমাজের বিত্তবান এবং রাষ্ট্রের কর্ণধারদের কাছে সকলের একটাই প্রত্যাশা,জাকারিয়ার মত আর কোন শিশু যেন বই ছেড়ে ঝুকিপূর্ণ কাজে লিপ্ত না হয়।

Comments