ঢাকা বিভাগ
জিবীকার তাগিদে বই এর পরিবর্তে শিশু জাকারিয়ার কোমল হাতে অটো ভ্যানের হ্যান্ডেল
মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ জিবীকার তাগিদে বই এর পরিবর্তে শিশু জাকারিয়ার কোমল হাতে তুলে নিয়েছে অটোভ্যানের হান্ডেল। শিশু শ্রম আইনে নিষেধাক্কা থাকলে ও সেটা কলকার খানার মালিকরা কিছুটা বাস্ত বায়নের চেষ্ঠা করে।কিন্ত পরিবারের ∂ুধা নিবারণের জন্য যে সব শিশুরা বিদ্যালয়ে না গিয়ে হাঁড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের খবর কে রাখে। এমন টাই ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধিন গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রামের ছলেমান মোল−ার ছেলে শিশু জাকারিয়া(০৯) এর। গতকাল সোমবার সকালে উপজেলার দিগনগর বাজার অটো ষ্টান থেকে যাএীনিয়ে উপজেলা সদরে যাওযার সময় আমাদের এ প্রতিবেদক তাঁর এ ছবিটি ক্যামেরাবন্ধী করেন। ছলেমান নিজে ও একজন নছিমন চালক,৬ছেলে ও ৩মেয়ে সব মিলে পরিবারের সদস্য সংখ্যা ১১জন।এদের সকলের খরচ মেটাতে হিমশিম ∂েতে হয় ছলেমানকে। সে জন্য ছেলেদের বাধ্য হয়ে এ কাজ করতে হয়। বড় ছেলে রাসেল (১৫),নবম শ্রেনীতে পড়ে সে ও মাঝে মধ্যে ভ্যান চালায়, ইয়াছিন(১৩), মুছা (১২), ইছা (১১), জাকারিয়া (৯) এবং ইয়াকুব (৭) ২বছর পর ইয়াকুব এর ভাগ্যে কি জুটবে কে জানে। কারন ইয়াকুব ছাড়া সকলেই ভ্যান চালায়।
সমাজের বিত্তবান এবং রাষ্ট্রের কর্ণধারদের কাছে সকলের একটাই প্রত্যাশা,জাকারিয়ার মত আর কোন শিশু যেন বই ছেড়ে ঝুকিপূর্ণ কাজে লিপ্ত না হয়।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস