Connecting You with the Truth

সিরাজদিখানে বৃষ্টিতে আলুর ব্যপক ক্ষতির সম্ভাবনা; দুশ্চিন্তায় কৃষকরা

Sirajdikhan News 24-02-16 (2)

রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল দুপুরে টানা ১ ঘন্টা প্রচুর বৃষ্টিপাতের কারণে আলু পচনসহ বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে। একারণে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পরেছেন। গত সপ্তাহে প্রচুর বৃষ্টিপাতের কারণে আলুর জমিতে পানি জমে যায় এতে করে ২% আলুর পচন ধরে। বুধবার আবার বৃষ্টিপাত হওয়ার কারণে পানি জমে যাওয়ায় আলু ক্ষতির সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, পর পর দুই দফায় ভারী বৃষ্টি হওয়ার কারণে আলু পচন ধরেছে। ৭ গন্ডা জমির আলু তোলে আমরা দুই মন পচা আলু পেয়েছি। আমাদের ফলন বেশী হলেও বৃষ্টিপাতের কারণে আলুর বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা বেশ চিন্তায় আছি।
এব্যপারে উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোশারফ হোসেন জানান, গত ১০ দিন আগে যে বৃষ্টি হয়েছিল জমিতে পানি জমে যাওয়ায় ২% আলুর পচন ধরে। তবে আজ (বুধবার) যে পরিমান বৃষ্টিপাত হয়েছে তাতে করে আলুর ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই। তবে কিছু নিচু জমিতে পানি আটকে গেলে আলু পচনের সম্ভাবনা রয়েছে।

Comments
Loading...