‘অনন্ত অধরা’
বিনোদন ডেস্ক:
শিহাব শাহীনের চিত্রনাট্য ও পরিচালনায় একঘন্টার নাটক ‘অনন্ত অধরা’। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, মৌটুসী বিশ্বাস প্রমুখ। নাটকটি আগামীকাল ৬ এপ্রিল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। এতে দেখা যাবে, অনন্ত-অধরার ১০ বছরের সংসার জীবন কাটছিলো ভালোবাসাহীন, সাদামাটা ভাবে। এখন তারা সমঝোতার মাধ্যমে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। অধরা বিষয় সম্পত্তি কিছুই নিতে চায় না, শুধু সময় চায় এক মাসের এবং এই এক মাস অহমের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। সেই সাথে জুড়ে দেয় একটি অদ্ভুত শর্ত। অফিসে যাওয়ার আগে অধরাকে কোলে করে শোবার ঘর থেকে দরজা পর্যন্ত নিয়ে আসতে হবে, যেটা বিয়ের প্রথম সপ্তাহে অনন্ত করতো। শর্ত মেনে নেয় অনন্ত। বিষয়টা দেখে অহম খুব মজা পায়। অনন্ত’র মনেও পরিবর্তন আসতে থাকে এবং অপরাধবোধ কাজ করতে থাকে। মাসের শেষ দিন সে রোদেলাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। সিদ্ধান্ত নেয়, অধরাকে নিয়েই জীবন কাটাবে সে। একটা উপহার নিয়ে বাসায় ফিরে দেখে, অধরা জীবিত নেই। আজ থেকে প্রতি সোমবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিরতিহীন একক ভালোবাসার নাটক।