Connect with us

বিনোদন

‘হডসনের বন্দুক’

Published

on

b-1বিনোদন ডেস্ক:
ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে বাস্তবতার মেলবন্ধন নিয়ে সৈয়দ শামসুল হক লিখেছিলেন গোয়েন্দা উপন্যাস ‘হডসনের বন্দুক’। ২০১৩ সালের শেষের দিকে এসে উপন্যাসটি হতে থাকে চলচ্চিত্র। সরকারি অনুদানের এ ছবিটির নির্মাণের দায়িত্ব নেন পরিচালক প্রশান্ত অধিকারী। নানা ঝুট-ঝামেলা আর রাজনৈতিক অস্থিরতায় বহুবার বিঘœ ঘটেছে ছবির শ্যুটিংয়ে। অবশেষে সম্প্রতি ছবিটির কাজ শেষ হয়েছে। গতকাল ইউটিউবে প্রকাশ হয়েছে হডসনের বন্দুক ছবির ট্রেলারও। সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে ক্ল্যাসিক্যাল রক গানের একটি ভিডিও। ট্রেইলার ও গান প্রকাশের সঙ্গে সঙ্গে বোদ্ধা মহলে ছবিটি নিয়ে আগাম আলোচনাও শুরু হয়েছে। হবেই বা না কেন আর দশটা চলচ্চিত্রের ট্রেইলারের চেয়ে যে এটার মুভমেন্টই আলাদা। তাই ট্রেইলার দেখেই প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগের দর্শকরা। এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত অধিকারী বলেন, ‘গতকাল থেকে ইউটিউবে দর্শকরা আমার ছবির ট্রেইলারটি দেখছে। বেশ রেসপন্স পাচ্ছি। আমি মনে করি হলে গিয়ে দর্শক যখন ছবিটি দেখবে তখনও এমন রেসপন্সই পাবো।’ দীর্ঘদিন ধরে ছবিটির শ্যুটিং করার কারণও জানালেন তিনি। প্রশান্ত বলেন, ‘একটি ভাল ছবি বানাতে গেলে সময়ের প্রয়োজন। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে টানা শ্যুটিং করা সম্ভব হয় নি।’ ছবিতে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, জোবায়ের, মিশু চৌধুরী, মাজিদ সিখালাইভ, অরনব মারগুলিস অন্তু, নাসিরসহ আরও অনেকে। উল্লেখ্য ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ছবিটির শ্যুটিং হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। এ বছরের জুলাই-আগস্ট মাসের দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন পরিচালক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *