অপেক্ষায় ‘নির্বাক’
বিনোদন ডেস্ক:
বলিউডের আকর্ষণীয় অভিনেত্রী সুস্মিতা সেন তার নতুন সিনেমা ‘নির্বাক’ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়া এই অভিনেত্রীর বাংলা সিনেমা ‘নির্বাক’ এখন মুক্তির অপেক্ষায়। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রীজিত মুখার্জির ‘নির্বাক’ আগামী ১ মে মুক্তি পাবে বলে জানা যায়। সুস্মিতার অভিনয় করা এটাই প্রথম বাংলা সিনেমা। চারটি ভালোবাসার গল্পের সংযোগ ঘটে একটি মেয়ের জীবনে। আর এই মেয়ের চরিত্রেই অভিনয় করেছেন দুর্দান্ত অভিনেত্রী সুস্মিতা সেন। ‘নির্বাক’ সিনেমায় আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত এবং ঋত্বিক চক্রবর্তী।