অস্ট্রেলিয়ার ত্রান সাহায্য ফেরত দিবে ইন্দোনেশিয়া
সুনামির সময় অস্ট্রেলিয়ার দেয়া ১ শ কোটি ডলার ত্রান সহায়তা ফেরত দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি মাদক পাচারের দায় অস্ট্রেলিয়ার দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার আদালত। অস্ট্রেলিয়া তাদের মুক্তি দাবি করলে ইন্দোনেশিয়া তাতে অস্বীকৃতি জানিয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, ‘কয়েক বছর আগে ভারত মহাসাগরের সুনামি ইন্দোনেশিয়াতে আঘাত হেনেছিল সেটি ভুলে যাবেন না। ওই সময় অস্ট্রেলিয়া শত কোটি ডলার সহায়তা পাঠিয়েছিল। আমি ইন্দোনেশিয়ার জনগণক ও সরকারকে বলতে চাই, আমরা অস্ট্রেলিয়ানরা সবসময় আপনাদের সাহায্য করতে চাই এবং আমরা আশা করি আপনারা এখন তার প্রতিদান দিবেন।’ অ্যাবটের এ মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়ার দেয়া ওই অর্থ সরকারকে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন তারা। ওই অর্থ ফেরত দিতে ইতিমধ্যে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা নিজেরা উদ্যোগী হয়ে চাঁদা তুলতে শুরু করেছে। এছাড়া অর্থ সংগ্রহ করতে কয়েনস ফর অস্ট্রেলিয়া নামে হ্যাশ ট্যাগও খোলা হয়েছে।