আবারো চারঘাটে খড় বোঝাই ট্রাকে আগুন
চারঘাট প্রতিনিধি, রাজশাহী:
বিএনপির ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে আবারো রাজশাহী চারঘাট উপজেলার সারদা কুঠিপাড়া টিএন্ডটি মোড়ে খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থক বিএনপি-জামায়াত। গত কাল বৃহস্পতিবার রাজশাহী কাশিয়া ডাঙ্গা থেকে ছেড়ে আসা বাঘাগামী খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে চারঘাট উপজেলার সারদা পৌঁছলে অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে ড্রাইভার মোক্তারপুর ট্রাফিক মোড় থেকে ১০০ গজ দূরে এসে থামালে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।
এদিকে গত বুধবার রাত ৯টায় দুর্বৃত্তরা চারঘাট বাজার চৌরাস্তা ও পল্লী বিদ্যুৎ মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ হয়। এ ব্যাপারে চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মোর্র্তূজা জানান, অবরোধকারীরা আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ও ভোরে দুর্বৃত্তরা খড় বোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।