আমতলীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বরগুনা:
বরগুনা জেলার আমতলী উপজেলার ঘটখালী গ্রামে গত কাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২টার সময় জহিরুল হাওলাদারের মেয়ে খাদিজা (৬) খেলার ছলে পাশের বাড়ির বশির মিয়ার একটি ছোট রেনট্রি গাছে দা দিয়ে ছাল উঠালে তাতে বশির তার ভাই সফিক ক্ষিপ্ত হয়ে খদিজার বাবা জহিরুলও মা পিয়ারাকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত জহিরুল এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।