আর্জেন্টিনা দলে ‘হারিয়ে যাওয়া’ রদ্রিগেজ
স্পোর্টস ডেস্ক: গনজালো রদ্রিগেজের নাম হয়তো আর্জেন্টিনার খুব বেশি সমর্থক শোনেনি। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে মাত্র ছয়টি ম্যাচে মাঠে নামতে দেখা গেছে তাঁকে। তবে দীর্ঘদিন পর আলোচনায় এই ডিফেন্ডার। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য তাঁকে দলে ডেকেছে আর্জেন্টিনা। আরেক ডিফেন্ডার এজেকিয়েল গারাইয়ের চোটের কারণে ভাগ্য খুলেছে রদ্রিগেজের।
৩১ বছর বয়সী রদ্রিগেজ আর্জেন্টিনার হয়ে সর্বশেষ খেলেছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে মার্কিন মুল্লুকেই যেতে হচ্ছে তাঁকে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। হিউস্টনে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হবে বলিভিয়ার। চার দিন পর টেক্সাসের আরেক শহর আর্লিংটনে মেসি-হিগুয়াইনদের প্রতিপক্ষ মেক্সিকো। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই শুরু হবে অক্টোবর থেকে।
চোটের কারণে আগেই আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির রাইট ব্যাক পাবলো জাবালেতা, লাৎসিওর মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির ফরোয়ার্ড হাভিয়ের পাস্তোরে। এবার তাঁদের সঙ্গে যোগ হলো গারাইয়ের নাম। নিজেদের ওয়েবসাইটে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ‘জেনিত সেইন্ট পিটার্সবার্গের ডিফেন্ডার গারাই ইনজুরিতে পড়েছেন। তাই তিনি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবেন না। তাঁর জায়গায় ফিওরেন্তিনার সেন্টার ব্যাক গনজালো রদ্রিগেজকে নেওয়া হয়েছে।’
২০০২ সালে আর্জেন্টাইন ক্লাব সান লরেনজো দিয়ে রদ্রিগেজের পেশাদার ক্যারিয়ারের সূচনা। ২০০৪ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে। এখানেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন তিনি। ভিলারিয়ালের হয়ে ১৮৪টি ম্যাচ খেলা রদ্রিগেজের ২০১২ সাল থেকে ঠিকানা ইতালির ফিওরেন্তিনা।
বাংলাদেশেরপত্র/এডি/আর