কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুফার কান্ড
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে এক লম্পট ফুফা বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে ভাতিজিকে ধর্ষণ। ভাতিজি ৭ মাসের অন্তসত্ত্বা। থানায় মামলা, ফুফা গ্রেফতার। এলাকায় চলছে তোলপাড়।
পুলিশ জানায়, উপজেলার মাছাবান্দা এলাকার মৃত মজাহার আলীর পুত্র ৩ সন্তানের জনক আব্দুল কাদের ওরফে সবে কাদের প্রায় ৮ মাস আগে নিজ ভাতিজি কাশিম বাজার এলাকার মৃত আব্দুর রহিমের কন্যার রুমির সাথে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায়ে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়লে তা এড়িয়ে চলতে চেষ্টা করে আব্দুল কাদের। অসহায় হয়ে পড়ে বাবা হারা মা ছেড়ে যাওয়া মেয়েটি। পরে বিষয়টি তার খালা ও নানার বাড়ির লোকজন জানতে পেরে কুড়িগ্রাম সদর হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে গেলে ডাক্তার জানায়, রুমি ৭ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়েছে।
অবশেষে মঙ্গলবার রুমি বাদি হয়ে লম্পট ফুফার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ফুফা আব্দুল কাদেরকে আটক করে আজ বুধবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
রুমি জানায়, প্রায় ৮ মাস আগে তার ফুফা আব্দুল কাদের বিয়ের কথা বলে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে লোভ দেখিয়ে তাকে নিজ বাড়ি মাছাবান্দায় নিয়ে আসে এবং প্রায় ২ সপ্তাহ বাড়িতে রেখে ফুফুর অজান্তে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। রুমি আরো জানায়, ফুফা বলতো তোকে আমি বিয়ে করবো আর এ কথা যদি কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আমি অসহায় ছিলাম বাবা নেই মাও ছেড়ে গেছে তাই কি করবো ভেবে পাইনি। আমার সাথে ফুফা প্রতারনা করেছে আমি তার কঠিন বিচার চাই। অভিযুক্ত আব্দুল কাদেরের সাথে কথা হলে ঘটনার সত্যত্বা শিকার করে বলেন, আমি নিজেকে সামলাতে না পেরে এই কাজ করেছি।
এব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা শিকার করে জানান, আমরা অভিযুক্ত আঃ কাদেরকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজাতে প্রেরণ করেছি এবং ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় তোলপাড় চলছে ফুফা ভাতিজির এই প্রেম কাহিনী বিষয়টি।