Connecting You with the Truth

কুড়িগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-১৫ সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আবু হোরায়রা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ, জেলা তথ্য অফিসার নূরন্নবী খন্দকার, গণমাধ্যম কর্মীসহ, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

Comments
Loading...