Connecting You with the Truth

কেন্দুয়ায় মামার হাতে ভাগ্নে খুন

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা ইউনিয়নের ধলপা দক্ষিণপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামা নূর আলীর অস্ত্রের আঘাতে ভাগ্নে সাইদুর রহমান (৩০) খুন হয়েছে। নিহত সাইদুর ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, কেন্দুয়ার ধলপা গ্রামের নূর আলীর সাথে শুক্রবার বিকেলে ভাগ্নে সাইদুর রহমানের ঝগড়া হয়। এক পর্যায়ে নূর আলী ভাগ্নে সাইদুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
কেন্দুয়া থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে আটক করা সম্ভব হয় নি।

Comments
Loading...