Connect with us

দেশজুড়ে

রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা

Published

on

আমিরুল ইসলাম, রংপুর:
রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এক জরুরি সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফুল আলম এ তফশিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির মো. সিদ্দিকুর রহমান ও মো. আলতাফ হোসেন। ঘোষণাকৃত তফশিল অনুযায়ী আগামী ২৪ শে এপ্রিল শুক্রবার ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফশিলে জানা যায়, আজ ৫ এপ্রিল সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, আগামীকাল ৬ই এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের আপত্তি গ্রহণ, ৭ ও ৮ই এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপত্তি গ্রহণের শুনানি ও নিষ্পত্তি, ৯ই এপ্রিল সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ এপ্রিল বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, ১৩ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৪ এপ্রিল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ১৫ই এপ্রিল বিকাল ৩টা থেকে স্যন্ধা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ই এপ্রিল সকাল ১০টায় চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ১৭ এপ্রিল বিকাল ৩টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ২৪শে এপ্রিল বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঐদিন ভোটগ্রহণ শেষে গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করবেন নির্বাচন কমিশন। সর্বশেষ ২৫শে এপ্রিল বিকাল ৩টায় বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হবে। উল্লেখ্য, নিম্নলিখিত পদসমূহে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে: সভাপতি ১ জন, সহ-সভাপতি- ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম- সাধারণ সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন এবং কার্যনির্বাহী সদস্যের ৫টিসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *