Connecting You with the Truth

গণবিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল শুভ উদ্বোধন 

আশুলিয়া প্রতিনিধি:
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মাহমুদ শাহ কোরেশী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। শিক্ষক-শিক্ষিকাসহ সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ খেলাটি উপভোগ করেন। এ খেলায় পৃথকভাবে ছেলেদের ১৩টি ও মেয়েদের ১১টি টিম অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে ফার্মেসি বিভাগ বনাম রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা অংশগ্রহণ করে। পরের খেলায় অংশগ্রহণ করে ইংরেজী বিভাগ বনাম বাংলা বিভাগের মেয়েরা। এরপর ছেলেদের পর্বে ফার্মেসি বিভাগ বনাম গণিত বিভাগ ও ইংরেজী বিভাগ বনাম বাংলা বিভাগের ছেলেদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ই সেপ্টেম্বর।

Comments
Loading...