Connecting You with the Truth

চলতি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন জেপি ডুমিনি

স্পোর্টস ডেস্ক:s-3
চলতি বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। বুধবার শ্রীলংকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাথিউস, থারিন্ডু কৌশল ও কুলাসেকারাকে আউট করে প্রোটিয়া অফ-ব্রেক বোলার এই কৃতিত্ব গড়েন। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে কোনো বোলারের এটিই প্রথম হ্যাটট্রিক। ৩৩ ওভারের শেষ বলে ম্যাথিউসকে আউট করেন ডুমিনি। ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাথিউস। এরপর ৩৫ ওভারে প্রথম বলে কুলাসেকারাকে সাজঘরের পথ দেখান এই প্রোটিয়া অলরাউন্ডার। উইকেটরক্ষক ডি কক’র হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুলাসেকারা। পরের বলে অভিষিক্ত থারিন্ডু কৌশলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন ডুমিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন হ্যাটট্রিক করেন।

Comments
Loading...