Connect with us

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দাঙ্গায় ৪৩৬টি মসজিদ ধ্বংস

Published

on

2dccb217851e4675804e02fbe4fbac94_18আন্তর্জাতিক ডেস্ক:

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক(সিএআর) দেশটিতে গত কয়েক মাসের জাতিগত সহিংসতায় ৪৩৬টি মসজিদের প্রায় সবক‘টি ধ্বংস হয়েছে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার মঙ্গলবার এ কথা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের প্রতিনিধি হিসেবে গত সপ্তাহে কার সফর শেষে এ মন্তব্য করেছেন জাতিসংঘ দূত। ইউরোপীয় ইউনিয়ন এবং ফরাসি বাহিনী দেশটি ছেড়ে আসার পর সেখানে সম্ভাব্য নিরাপত্তাজনিত শূন্যতা তৈরি হওয়ারও আশঙ্কা ব্যক্ত করেছেন সামান্থা। সামান্থা পাওয়ার বলেছেন, কারে ৪১৭টি মসজিদের প্রায় সবক’টি ধ্বংস করেছে দেশটির খ্রিস্টানরা। রাজধানী বানগুয়ি সফর করার পর তিনি সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে ‘ভয়ার্ত জনগণ’ হিসেবেও উল্লেখ করেছেন। ওই মার্কিন রাষ্ট্রদূত আরো জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়টি এতটা আতঙ্কিত যে তাদের নারীরা প্রসবের জন্য হাসপাতালে যাওয়ারও সাহস পাচ্ছে না। তারা নিজেদের বাড়িতেই সন্তান প্রসব করছে। ২০১৩ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় দেশটিতে কমপক্ষে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়েছে আরো সাড়ে চার লাখ মানুষ। এদের বেশিরভাগই মুসলিম।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *