Connecting You with the Truth

নারাইনের স্থলাভিষিক্ত মিলার

s-5স্পোর্টস ডেস্ক:
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বোলিং একশন শোধরাতে না পারায় ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পিনার সুনিল নারাইন। তার জায়গায় বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে বাঁহাতি স্পিনার নিকিতা মিলারকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসিস) টেকনিক্যাল কমিটি মিলারের অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। ৩২ বছর বয়সী নিকিতা মিলার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত মোট ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন। শেষবারের মতো তার গায়ে জাতীয় দলের জার্সি ওঠে গত বছরের মার্চে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলবে পুল ‘বি’ তে। এই পুলে ক্যারিবীয়রা ছাড়াও রয়েছে ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত।

Comments
Loading...