Connecting You with the Truth

পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদি

YEMEN-RFR-articleLargeআন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি তার পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তিনি জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ও প্রাদেশিক গভর্নরদের সঙ্গে তার নিজ শহর এডেনে বৈঠক করেছেন। মঙ্গলবার আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে। দেশটির এক সংসদ সদস্য জানিয়েছেন, সোমবার পদত্যাগ প্রত্যাহারের বিষয়ে সংসদে একটি চিঠি পাঠিয়েছেন হাদি। আরব দেশগুলো হাদির এপদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। হাদি ইয়েমেনে তার কর্তৃত্ব পুনরায় ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন আলজাজিরার সংবাদদাতা। সংবাদ সংস্থাটি জানায়,  হাদি এডেনে জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ও  উত্তরের প্রাদেশিক গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দক্ষিণের গভর্নরদের সঙ্গেও বৈঠক করতে যাচ্ছেন। উত্তরের অনেক প্রদেশই হাদির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে। গত জানুয়ারি হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হাদিকে তার বাসভবনে গৃহবন্দি করা হয় এবং পদত্যাগ করতে বাধ্য করা হয়। গত শনিবার বিদ্রোহীরা তাকে গৃহবন্দি দসা থেকে মুক্তি দেয়। এর পর তিনি নিজ শহরে এডেনে যান।

Comments
Loading...