Connecting You with the Truth

পরীমণির বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক:Pori-Moni-14
চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন ভুবনেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পরীমণি। এবার স্যান্ডালিনা সোপের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। এর দৃশ্যায়ন হবে কলকাতায়। এটি নির্মাণ করবেন সৈনক মিত্র। এর আগে একই পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জয়া আহসান। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘জয়া আপার পর আমি সুযোগটি পেলাম, এজন্য খুব ভালো লাগছে। এপ্রিলের প্রথম সপ্তাহে কাজটি করতে কলকাতা যাবো।’ পরীমণি এর আগে আরিফিন শুভর সঙ্গে ‘প্রাণ আপ’ পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এ ছাড়া একটি মিষ্টির বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এদিকে আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানের এবারের অতিথি পরীমণি। ২৮ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে এটি। উপস্থাপনায় নুসরাত ফারিয়া মাজহার ও আবির।

Comments
Loading...