পাঁচ বছর পর সিরিয়ায় যুদ্ধ বিরতি শুরু
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর রুশ-মার্কিন পরিকল্পনায় ও জাতিসংঘের মধ্যস্থতায় শনিবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। খবর বিবিসি’র।
সংশ্লিষ্ট পক্ষগুলো এটি মেনে চললে এটাই হবে বিদ্যমান পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রথম বিরতি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে।
সংস্থাটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি এই যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার সরকার ও রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, সারা বিশ্ব বিষয়টি পর্যবেক্ষণ করবে।
যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমার আগের দিন অর্থাৎ শুক্রবারেও রাশিয়ান বিমানগুলো সিরিয়ার বিদ্রোহীদের অবস্থানের ওপর জোরদার আক্রমণ চালিয়েছে।
ওদিকে সিরিয়ার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসটুরা বলেছেন, যুদ্ধবিরতি মেনে চললে আগামী ৭ই মার্চ থেকে শান্তি আলোচনা আবার শুরু হবে।