বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সকল ধর্মের অনুসারীদের জোরদার করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বিরাজমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরো জোরদার করতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন-জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান।
রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ। এখানে সব ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে পালিত হয় এবং সব ধর্মের মানুষ স্মরণাতীত কাল থেকে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের পরিবেশে তাদের ধর্ম পালন করে আসছেন।
আবদুল হামিদ বলেন,শ্রীকৃষ্ণ সমাজে দ্বন্দ্ব-সংঘর্ষের অবসান ঘটিয়ে মানুষের মাঝে আন্তরিক ভালোবাসা ও সম্প্রীতি স্থাপনের প্রয়াস চালিয়েছেন। তিনি তার জীবনব্যাপী মানবতার মুক্তির অভীষ্ট পথের সন্ধান করেছেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ এই সংবর্ধনায় যোগ দেন। এ সময় ভারতের হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে অতিথিদের স্বাগত জানান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর