বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ
বাঘা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এফএন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. সোলাইমান মোল্লা’র বিদায় বরণ অনুষ্ঠিত হয়।
গত কাল রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম. এম. জিয়াউল হক জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. নায়েব আলী। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক মো. আব্দুল গোফুর, মো. শহিদুল ইসলাম ঝন্টু, আলহাজ্ব সখিনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বার্তায় আবেগ আপ্লুত ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।