বাড়ির ফটকে শিক্ষককে গুলি করে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে নিজের বাড়িতে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গত কাল রাত দেড়টার দিকে উপজেলার দয়ারামপুরে নিজের বাড়ির ফটকের সামনেই দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানিয়েছেন। নিহত রবিউল মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি এমএমআর ব্রিকস নামে একটি ইটভাটাও ছিল তার। ওসি লুৎফর রহমান বলেন, রবিউল মোটরসাইকেলে করে ইটভাটা থেকে ফিরে বাড়িতে ঢোকার সময় দুর্বৃত্তরা তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, “দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ইটভাটা পরিচালনা নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথাও জানান ওসি। ঘটনার পর রাতেই ওহিদুল ইসলাম নামে রবিউলের এক ব্যবসায়িক অংশীদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।