Connecting You with the Truth

“বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি বিনিয়োগ বিরোধী”

rowshon_ershadবিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধিতে দেশে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে এবং একই সাথে এটি বিনিয়োগ বিরোধী বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে কার্যত জনআকাঙ্খার বিপরীত প্রতিফলন ঘটিয়েছে। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় দুর্ভোগে পড়বে জনগণ। বিশেষ করে চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর। কারণ এর ফলে দ্রব্যমূল্য, পরিবহন ও জীবন যাত্রার ব্যয়ও বাড়বে। নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা ও বিনিয়োগ তথা সার্বিক অর্থনীতিতেও। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত। তিনি আশা প্রকাশ করেন, সার্বিক দিক বিবেচনা করে সরকারের উচিত বিদ্যুৎ ও গ্যাসের দাম-বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং একই সাথে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের দামের সাথে সঙ্গতিপূর্ণ করা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...