Connecting You with the Truth

বিয়ে করলেন জনি ডেপ-অম্বর হার্ড

09-jhony-deppবিনোদন ডেস্ক:

জনি ডেপ-অম্বর হার্ড প্রেম করছিলেন বহু আগে থেকেই, বাগদানও হয়েছিল। কিন্তু বিয়ের ঘণ্টা বাজাতেই যত দেরি। অপেক্ষার তরও যেন সইছিল না। তাই নির্ধারিত দিনের আগেই বিয়ে করে ফেললেন এ লাভবার্ড জুটি।
ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার লস এঞ্জেলসের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে করেন জনি ডেপ ও তার দীর্ঘ দিনের প্রেমিকা অম্বর হার্ড। কথা ছিল এ সপ্তাহের ছুটিকে কাজে লাগিয়ে বাহামাস আইল্যান্ডে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে বিয়ের অনুষ্ঠান সারবেন জনি-অম্বর। কিন্তু তার আগেই লস এঞ্জেলেস বিয়ের শপথ বাক্য পাঠ করে ফেললেন।
তবে দুঃখের কিছু নেই। বন্ধু-বান্ধবদের হতাশ করবেন না জনি ডেপ। ধূমধাম করেই বাহামাস আইল্যান্ডে আয়োজন করেছেন বিয়ে পরবর্তী অনুষ্ঠান।
২০১১ সালে ‘রাম ডায়েরী’ মুভির সেটে দেখা হয় এ জুটির। সে সূত্রে বাস্তব জীবনে প্রেমে পড়েন তারা। এর পরের বছর বাগদান করেন। যাই হোক, ৫১ বছর বয়সী জনির এটি দ্বিতীয় বিয়ে হলেও প্রথমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ২৮ বছর বয়সী অম্বর হার্ড। তাদের জন্য অবশ্যই শুভকামনা।

Comments
Loading...