Connect with us

বিনোদন

সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা হতে পারে ‘আই’

Published

on

বিনোদন ডেস্ক:
সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা হওয়ার পথে এস শংকর পরিচালিত ‘আই’। মুক্তির ২০ দিনের মধ্যে ২০০ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। ২০১০ সালে মুক্তি পাওয়া রজনিকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘এনথিরান’ (রোবট) এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা। শংকরই পরিচালনা করেছিলেন সিনেমাটি, যা আয় করে ২৫৬ কোটি রুপি। বিশ্লেষকদের ধারণা খুব দ্রুতই ‘এনথিরান’-এর রেকর্ড ভাঙ্গবে ‘আই’। ভারতীয় সাময়িকী হিন্দুস্তান টাইমন বলছে তামিল নাড়–তে সবচেয়ে বেশি ব্যবসা করছে সিনেমাটি। অন্ধ্রপ্রদেশেও সফলভাবে চলছে‘আই’। আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির আয়ের গতি বেশ ভাল। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়ার সিনেমাহলগুলোতে রাজত্ব করছে সিনেমাটি, এ ছাড়া ভাল চলছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং কানাডায়। তবে সিনেমাটির হিন্দি সংস্করণ ‘এনথিরান’-এর হিন্দি সংস্করণ ‘রোবট’-এর আয়কে ছাড়িয়ে যেতে পারেনি। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ অবলম্বনে নির্মিত ‘আই’ ১৪ই জানুয়ারি মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেছেন ভিক্রাম এবং এমি জ্যাকসন। সিনেমায় সংগীত দিয়েছেন এ আর রহমান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *