Connecting You with the Truth

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Accedent

কামাল হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আজগর আলী (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজগর আলী বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

নিহতের ছোট ভাই নওসের আলী জানান,তার ভাই বেনাপোল চেকপোস্টে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান তাজ স্টোর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই)নূর আলম সড়ক দুর্ঘটনায় আজগর আলী নামে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Comments
Loading...