বোয়ালমারীতে ২ লক্ষ ২৫ হাজার কেজি পলিথিন সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী বাজারে অভিযান চালিয়ে র্যাব-৮ সোমবার বিকালে ২ লক্ষ ২৫ হাজার কেজি অবৈধ্য পলিথিন সহ ৪ জনকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতে তাদের ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর র্যাব-৮ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বোয়ালমারী বাজারের কয়েকটি দোকান-ষ্টোরের কিছু ব্যবসায়ী নিয়মিত সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন মজুদ এবং বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল সোমবার বিকালে বোয়ালমারী বাজার হতে ০৪টি পলিথিন বিক্রীত ষ্টোর-দোকান হতে মোট ০৪ জনকে আটক করে। এ সময় তাদের দোকান ও গোডাউন থেকে ২ লক্ষ ২৫ হাজার কেজি অবৈধ্য পলিথিন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। সেন্টু কুমার সাহা (৩৫), পিতাঃ-ভবুতষ কুমার সাহা, ২। সানজিদ কুমার শীল (৪০), পিতাঃ সন্তোষ কুমার শীল, ৩। রনজিত সরকার (৩০), পিতাঃ রতন সরকার, ৪। শ্রী সুমন অধিকারী (৩৩), পিতাঃ প্রমোথ নাথ অধিকারী, । পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মুঃ খায়রুজ্জামান এর উপস্থিতিতে নিষিদ্ধ পলিথিন সম্পর্কে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ পলিথিন গোদামজাত এবং বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাৎক্ষনিক ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ০৪টি দোকানের মালিকদের সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত আসামীরা জরিমানার টাকা আদায় করে দিলে তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
পরিশেষে উদ্ধারকৃত মোট ২ লক্ষ ২৫ হাজার কেজি পলিথিন উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে সমূলে পুড়িয়ে ফেলা হয়।