Connecting You with the Truth

ভাঙ্গায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
গত কাল রবিবার ভাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে ভাঙ্গা কে এম কলেজ সংলগ্ন পাকা রাস্তায় বেলা সাড়ে এগারটার সময় দুর্নীতির বিরুদ্ধে মত প্রকাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতিকে নিরুৎসাহিত করতে এ সময় সবার মুখে শ্লোগান ছিল, ‘সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি’, ‘দুর্নীতির সময় শেষ গড়ব সোনার বাংলাদেশ’।
মানববন্ধনকে সফল করতে উপস্থিত ছিল ভাঙ্গা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কে এম কলেজের অধ্যক্ষ মোশাহেদ হোসেন ঢালী, সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাঈদ মাসুদ, সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েত হোসেন, আওয়ামী লীগের নেতা এ্যাপোলো নওরোজ। এছাড়াও মানববন্ধনে অংশ নিয়েছেন কে এম কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী সহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

Comments
Loading...